গোয়াইনঘাটে উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন
একুশে জার্নাল
সেপ্টেম্বর ১৪ ২০১৯, ১৮:০৯
সিলেটের গোয়াইনঘাট উপজেলাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের উলামায়ে কেরামের একক সম্মিলিত সংগঠন উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
১৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ মাগরিব স্থানীয় কালিজুরী পিরের বাজার জামে মসজিদে জামেয়া রহমানিয়া হাজিপুরের নির্বাহী মুহতামিম মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও মদিনাতুল উলুম কালিজুরী মাদরাসার মুহতামিম মাওলানা সেলিম উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে মাওলানা নুরুল ইসলাম হাজিপুরীকে সভাপতি, ডা. মাও. আবুল খায়েরকে সাধারণ সম্পাদক, মাওলানা ফখর ইসলামকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা নাজিম উদ্দিন কামরানকে অর্থ সম্পাদক, মাওলানা দেলওয়ার হুসাইন ইমরানকে প্রচার সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন, বরায়া বাটুলগঞ্জ আরাবিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা সিরাজ উদ্দিন, মাওলানা আব্দুল কাদির,, মাওলানা নাজিম উদ্দিন প্রতাপপুরী প্রমুখ।
এসময় স্থানীয় বিভিন্ন বিষয়ে জরুরী আলোচনা ও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।