গোসাইরহাটে মা ইলিশ রক্ষা অভিযানে ১০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ
একুশে জার্নাল
নভেম্বর ০২ ২০২০, ১১:০০
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: আজ শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে মেঘনা নদীতে স্পিডবোট যোগে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার সাথে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সহ সদস্যবৃন্দ। অভিযান পরিচালনা করার সময় মেঘনা নদীতে ১০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এছাড়া মেঘনা নদীতে জেলেদের দেখা পাওয়া যায়নি।এ ব্যাপারে গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের জানান,
উপজেলা মৎস্য অফিসার ও পুলিশ কর্মকর্তার সহযোগীতায় গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে মেঘনা নদীতে মা-ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।পরবর্তীতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়।গত বছরের চেয়ে এবার জেলে ও আড়ৎদারদের সচেতন করার লক্ষ্যে বিভিন্ন বাজার ও মাছের আড়ৎ এ গিয়ে মাইকিং ও সচেতনতামূলক সভা করেছি। তাই এ বছর একটু সচেতনতা দেখা যাচ্ছে বলে আশা করি। নদীতে জেলেদের তেমন দেখা মিলছে না। যে কেউ সরকারের আইন অমান্য করে মাছ ধরার চেষ্টা করলে তাদের জেল জরিমানা করা হবে। তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। যে কোন মূল্য তারা সরকারের মা ইলিশ রক্ষা অভিযান সফল করবেন বলে জানান।