গোসাইরহাটে অবৈধভাবে বালু উত্তোলন: ১টি ড্রেজার মেশিন ধ্বংস
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ৩০ ২০২০, ১১:৩৮
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: আজ শেষ কর্মদিবস শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন এর ১ বছর ৭ মাস দীর্ঘ সময় এর পর বিদায় নেওয়ার সাথে সাথে পার্শ্ববর্তী উপজেলা গোসাইরহাটের সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহনের প্রথম দিনে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে অবৈধভাবে চর কেটে বালু উত্তোলনের অভিযোগে তাৎক্ষনিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে পাইপসহ একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন বলেন,আজ আমার ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শেষ কর্মদিবস ছিল আমাকে পার্শ্ববর্তী উপজেলা গোসাইরহাটে পোস্টিং দেওয়া হয় বিদায়ী সংবর্ধনা শেষে
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ভাবে ডামুড্যা উপজেলা ত্যাগ করে আমার দায়িত্ব প্রাপ্ত গোসাইরহাট উপজেলা গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করি।অভিযানের বিষয়টি টের পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যায়। অবৈধ ১টি ড্রেজার পাইপসহ ধ্বংস করা হয়। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।