গোলাপগন্জ ওলামা কাউন্সিলের নির্বাহী বৈঠক অনুষ্টিত ।
একুশে জার্নাল
মে ১২ ২০১৮, ০৮:৪০
![](https://ekushejournal.com/wp-content/uploads/2018/05/IMG-20180512-WA0003-720x405.jpg)
একুশে জার্নাল ডেস্ক: বৃটেনে বসবাসরত গোলাপগঞ্জের ওলামায়ে কেরামদের সংগঠন গোলাপগঞ্জ ওলামা কাউন্সিলের নির্বাহী বৈঠক গত ৪ঠা মে ২০১৮ তারিখে লন্ডনস্থ বায়তুল মামুর একাডেমীতে সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আতাউর রহমান জাকিরের পরিচালনায় অনুষ্টিত হয়। মাওলানা মাহমুদুল হাসানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সর্ব জনাব মাওলানা শওকত আলী, হাফিজ মাওলানা মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ময়নুল ইসলাম , সহঃ সেক্রেটারী মাওলানা জয়নাল আবেদীন ও অর্থসম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ। সকলের মতামতের ভিত্তিতে কর্মসূচী প্রনয়ণ করা হয়। বৈঠকে বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত কাউন্সিলরদের মোবারকবাদ জানানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা এমদাদুর রহমান,মাওলানা জসিম উদ্দীন মাওলানা আব্দুল আহাদ মাওলানা আব্দুল হান্নান,ও মাওলানা গোলাম কিবরিয়া । বৈঠকে গোলাপগঞ্জের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুসাইন আহমদ বারকুটি এবং গোলাপগনজ ওলামা কাউন্সিলের সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ সাহেবের মাতার সুস্হতা ও মাওলানা রশীদ আহমদ সাহেবের মাতার ইন্তেকালে মাগফেরাত কামনা করে় মোনাজাত করা হয় ।