গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন
একুশে জার্নাল ডটকম
জুন ১৯ ২০১৯, ১৩:০৮

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২০১৯/২১ শেষনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার সময় সংগঠনের কার্যালয়ে বর্তমান সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নোমান মাহফুজের পরিচালনায় সভায় সংগঠনের কার্যক্রম বেগবান ও নতুন কমিটি গঠনের আলোচনা হয়।
সর্বসম্মতিক্রমে মাহবুবুর রহমান চৌধুরীকে সভাপতি ও নোমান মাহফুজকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ সভাপতি খন্দকার বদরুল আলম, সহ সভাপতি আব্দুল মুমিত রনি, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ জাবেদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক অলিউর রহমান তামিম, দপ্তর সম্পাদক আব্দুল আজিজ বাবর, নির্বাহী সদস্য জাকারিয়া মোহাম্মদ, ডিএইচ মান্না, আফছর আহমদ।