গোলাপগঞ্জ পৌরসভা উপনির্বাচন: বিএনপি-আওয়ামিলীগ ছাড়া প্রার্থী নেই কোন দলের

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ১১ ২০১৮, ০৩:৫৮

গোলাপগঞ্জ পৌরসভা উপ নির্বাচনে মেয়র পদে বিএনপি আওয়ামিলীগ ছাড়া অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে প্রার্থী দেয়নি।
আওয়ামিলীগ থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু,
আওয়ামিলীগ থেকে ৩ জনের নাম কেন্দ্রে দেওয়া হলে দল জাকারিয়া আহমদ পাপলুকে সমর্থন দেয়।

বিএনপি কোন প্রার্থী না পেয়ে নানা নাটকীয়তার পর পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহমদ চৌধুরীকে দল থেকে মনেয়ন দেওয়া হয়, এসএসসি পাশের সার্টিফিকেট ও কেন্দ্র থেকে দলের সিনিয়র যুগ্নমহাসচিব স্বাক্ষরিত কাগজের মূল কপি জমা দিতে না পারায় গতকাল তাঁর মনোয়ন পত্র বাতিল ঘোষনা করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর উপজেলা ও পৌর বিএনপির এক সভায়
জেলা বিএনপি নেতা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসকে বিএনপি প্রার্থী হিসাবে মনোনীত করা হয়, কিন্তু চৌধুরী নার্জিস দলের সেই প্রস্তাব একদিন পর ফিরিয়ে দিয়ে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন বলে ঘোষনা দেন এবং তিনি সতন্ত্র হিসাবে মনোয়ন পত্র সংগ্রহ করেন।

যুক্তরাজ্য যুবলীগের যুগ্নআহ্বায়ক আমিনুল ইসলাম রাবেল ও সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন।

গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন গত নির্বাচনপ বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করে ৪ র্থ হয়েছিলেন এবারের নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন।

খেলাফত মজলিস নেতা আমিনুল ইসলাম আমিন গত পৌর নির্বাচনে অংশ গ্রহন করলেও এবারের পৌর উপনির্বাচন করছেন না,
জামায়াতে ইসলাম গত নির্বাচনের মত এবারও তাঁরা মেয়র প্রার্থী দেয়নি।
তবে জামায়াতের ভোট নিয়ে চলছে নানা হিসেব নিকেশ।
পৌর জামায়াতের আমীর সৈয়দ নাছির উদ্দিন বলেন আমরা এখনো কাউকে সমর্থন দেইনি জেলা, উপজেলা ও কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সমর্থন দেব।
জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, জাসদ সহ অন্য কোন রাজনৈতিক দলের কোন প্রার্থী পৌর নির্বাচনে অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী গত ৩১মে মৃত্যুবরণ করলে মেয়র পদটি শূন্য হয়। শূন্য পদে নির্বাচনের জন্য তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩ অক্টোবর পৌর মেয়র পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৯ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের শেষ দিন ১০ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।