গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের শীতবস্ত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০৬ ২০১৯, ১৫:২২

গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নে দারিদ্র্য- অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।
শুক্রবার (৬ ডিসেম্বর ২০১৯ ইং) সকালে বাদেপাশা ইউনিয়নের বাগলা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মান্না আহমদের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব সুমন আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির রুবেল। বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী রহিম উদ্দিন, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের যুগ্ম সম্পাদক মেহরাজুল ইসলাম অমিত, প্রতিষ্ঠা কালীন সদস্য এস এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর সাগর, শোয়েব আহমদ, মাহিন আহমদ, ফাহিম আহমদ, রুমান ইসলাম।
শীতবস্ত্র বিতরণকালে অতিথি বৃন্দ বলেন, শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি হয়। নদী ও হাওর তীরবর্তী হওয়ায় এ অঞ্চলে শীত বেশী। এ অঞ্চলে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে তেমন উদ্যোগও চোখে পড়ে না। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। সমাজের বৃত্তবান মানুষ এগিয়ে আসলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। শীতার্ত কিছু মানুষের এমন দুর্দশা লাঘব করতেই প্রতি বছর গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব শীতবস্ত্র বিতরণ করে থাকে।