গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকের নির্বাহি বৈঠক অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুলাই ০২ ২০১৮, ১১:০৮
উলামায়ে কেরাম হলেন মুসলমান জাতির রাহবার –মাওলানা সাদিকুর রহমান।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানরা, আর এ জাতিকে তার গন্তব্যে পৌছে দিতে সার্বক্ষনিক পথনির্দেশনা প্রদান করছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ। যুগের চাহিদার আলোকে ইসলামি শিক্ষাকে আরো সম্প্রারনের মাধ্যমে আরো বেশী আলিম তৈরী করা সকল মুসলমানের ঈমানী দায়িত্ব। সময়েরএ প্রয়োজন পুরনে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকে সর্বোচ্চ চালিয়ে যাবে। ১লা জুলাই ১৮ তারিখে গোলাপগঞ্জ উলামা কাউন্সিল ইউকের অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে সংগঠনের সভাপতি মাওলানা সাদিকুর রহমান তার উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সেক্রেটারী মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে কুরআনুল হাকিম থেকে তিলাওয়াত করেন হাফিজ মাওলানা ইমদাদুর রহমান ও হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। অন্যান্যৈর মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা শওকত আলী,মাওলানা ময়নুল ইসলাম,সহঃ সেক্রেটারী মাওলানা সাইফুর রহমান সাবিল,মাওলানা জয়নাল আবেদীন, অর্থ,সম্পাদক মাওলানা আব্দুল খালিক সাহেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আব্দুল আহাদ, মাওলানা আব্দুর রহমান, জসীম উদ্দীন, গোলাম কিবরিয়া প্রমুখ। বৈঠকে সংগঠনিক কর্মতৎপরতাকে আরো গতিশীল করার লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়। মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।