গোলাপগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় তোলপাড়
একুশে জার্নাল
জুন ২৪ ২০১৮, ১০:০১
নিজস্ব প্রতিবেদক: সিলেট গোলাপগঞ্জে তুহিন অাহমদ (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু রহস্য নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় পুরানবাজার গ্রামের মৃত তয়াহিদ অালীর ছেলে। সোমবার বিকালে লক্ষণাবন্ধ ইউনিয়নের মুকিতলা গ্রামে তার বোনের বাড়ীতে মৃত্যু হয়। কিন্তু তুহিনের মৃত্যু ভিন্নখাতে প্রভাবিত করে তার স্বজনরা জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধ থাকায় প্রতিপক্ষকে হয়রানি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ ওঠেছে। তুহিনের স্বজদের বক্তব্য মৃত্যুর পূর্বে শুক্রবার প্রতিপক্ষের লোকজন তার উপর অাক্রমন করলে সে অাহত হয়। কিন্তু তুহিন মামলার অাসামি থাকায় যথাযথ চিকিৎসা নিতে পারেনি। সোমবার সকালে তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু সরেজমিনে ঘটনাস্থল ও একাবাসীর সাথে কথা বলে হামলার কোন সত্যতা পাওয়া যায়নি। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য (সাবেক) ফজলুল হকের সাথে কথা হলে তিনি হামলার কথা উড়িয়ে দিয়ে বলেন হামলার কথা একটি সাজানো নাটক। দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। একটি স্বাভাবিক মৃত্যুকে সাজিয়ে প্রতিপক্ষের ফাঁসানোর চেষ্টা করেছেন যা কোন ভাব ঠিক নয় বলে জানান। তিনি জোর দিয়ে বলেন তুহিন ডায়াবেটিস রোগী। শীম ক্ষেতে কাজ করতে গিয়ে তার পায়ে বাঁশের অাঘাত লাগে। ওই থেকে চ্যাপটিক রোগে অাক্রান্ত হয়। চিকিৎসা না নেওয়ায় তার মৃত্যু হয়েছে। এখানে হামলার কোন ঘটনা ঘটেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক (সার্জারী) সমিরণ চন্দ্র নাথের সাথে কথা হলে তিনি জানান তুহিন অাহমদ দীর্ঘদিন ধরে জঠিল রোগে ভোগছিলেন। ডায়াবেটিস ও পায়ে একটি ক্ষত ছিল। এর প্রভাব শরীরের বিভিন্ন স্থানে বিস্ত্মাট লাভ করতে পারে এমন অাশস্কা ছিল। পরীক্ষা নিরীক্ষা করার মত পর্যাপ্ত ব্যবস্থা স্থানীয় হাসপাতালে না থাকায় ওইদিন সোমবার সকাল সোয়া ১০ টায় তাকে ওসমানী হাসপাতালে জরুরী ভিত্তিতে ভর্তি জন্য রেফার্ড করি। তুহিনের বোনের বাড়ী যেখানে তুহিনের মৃত্যু হয় ওই গ্রামের (মুকিতলা) বাসিন্দা ও বেসরকারি স্কুলের শিক্ষক অাব্দুস শুক্কুর জানান রোগে অাক্রান্ত হয়ে তুহিন অাহমদ নামে নুর মিয়ার একজন অাত্মীয়ের মৃত্যু হয়েছে বলে জানান। তুহিনের বোনের জামাতা নুর উদ্দিনের বক্তব্যের বরাত দিয়ে রায়গড় গ্রামের শামসুল ইসলাম জানান নুর উদ্দিন তাকে জানিয়েছেন অতি মাত্রায় ডায়াবেটিস বাড়ায় ও পায়ের গোড়িলর ক্ষত মারাত্মক অাকার ধারণ করায় তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিস ইনচার্য একেএম ফজলুল হক শিবলীর সাথে প্রতিবেদকের কথা হলে তিনি বলেন হামলার কোন ঘটনা ঘটেনি বা তুহিন প্রতিপক্ষের হামলায় অাহত হওয়ার কোন খবর অামরা জানা নেই। তিনি বলেন বিভিন্ন মাধ্যৃে জানতে পারেছেন তুহিনের মৃত্যু একটি স্বাভাবিক মৃত্যু। তারপরও স্বজনরা অভিযোগ করায় লাশের পোষ্টমর্টেন করানো হয়েছে। রিপোর্ট অাসলে সব পরিস্কার হয়ে যাবে।