গোলাপগঞ্জে ভিজিএফ’র চাল নিয়ে সংঘর্ষ: পরিস্থিতি থমথমে
একুশে জার্নাল
জুন ১০ ২০১৮, ২১:৩২
স্টাফ রিপোর্টার: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফ’র চাল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১০ জুন) সকাল থেকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করলেও প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করেন। টুকন বা নির্দিষ্ট নাম না থাকায় ওয়ার্ডের অধিক মানুষ ইউনিয়ন পরিষদের ভিড় করেন ওয়ার্ড মেম্বারের কথা অনুসারে ভোটার কার্ড নিয়ে। কিন্তু বরাদ্দকৃত চালের পরিমান মানুষের তুলনায় কম ছিল বলে কর্তৃপক্ষ জানান।
জানা যায়, বরাদ্দকৃত চালের কিছু অংশ সিএনজি করে একটি চোরচক্র ইউনিয়ন পরিষদ থেকে বাহিরে নিয়ে যেতে দেখে স্থানীয় জনতা অাটক করে পিটুনি শুরু করে। এ সময় ইউনিয়ন পরিষদের মেম্বার ও চেয়ারম্যান একজন চোরকে ইউনিয়ন পরিষদের ভিতরে অাটকে রাখেন। চোরিকৃত চাল অাবার যখন ইউনিয়ন পরিষদের ভিতরে অানার চেষ্টা করা হয় তখন ভুল বুঝাবুঝির মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্রহরির সাথে সাধারণ জনগণের হাতাহাতি শুরু হয়ে যায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নাকি ইউপি সচিব মুস্তাফিজুর রব নিজেই কলম দিয়ে এক যুবকের পিট ক্ষত বিক্ষত করেন। অন্যদিকে ১ নং ওয়ার্ডের মেম্বার সেলিম আহমদ মহিলাদের পেটে লাতি, কিল ঘুষি শুরু করেন। কিছু সময় পর পরিস্তিতি শান্ত হয়। সরকারি ভিজিএফ’র চাল নিতে অাসা সাধারণ জনগণের সাথে কথা বললে তারা জানান, চাল তো পাওয়া দূরের কথা, চেয়ারম্যান সাহেবের কাছে বিচার চাইতে গেলাম, উল্টো তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করলেন। ইউপি সদস্য রেজাউল করিম রাজুর সাথে কথা বললে তিনি বলেন, বরাদ্দকৃত চাল কম থাকায় সামান্য বিশৃঙ্খলা হয়েছে। ঐদিন রাতে মেম্বার সচিবের আক্রমণের শিকার নারী পুরুষরা ইউনিয়ন অফিস ঘেরাও করে বিচার চাইতে আসলে তারা চলে যান। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যখন তখন পরিস্থিতি ঘোলাটে হতে পারে।