গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২২ ২০২০, ১৯:৪২

গোলাপগঞ্জ প্রতিনিধি:

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, মানুষ ও আতংকিত সেই সাথে সারা দেশে চলছে লকডাউন।

কাজে যেতে পারছেনা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘরবন্দী মানুষগুলো বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া শ্রমিকরা আছেন খাদ্য সংকটে। আপদকালীন সময়ে ঘরবন্দী ১২০ পরিবারের পাশে দাড়িঁয়েছেন বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান রেহান উদ্দিন ও লন্ডন প্রবাসী শাহাব উদ্দিন।

বুধবার ২২ জানুয়ারী দুপুর ২ ঘটিকার সময় গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা গ্রামে ১২০ পরিবারের মধ্যে (খাদ্য সামগ্রী) চাল, ডাল, পিয়াজ,ছোলা, তেল, আলু বিতরন করেন সাবেক চেয়ারম্যান রোটারিয়ান রেহান উদ্দিন রায়হান।