গোলাপগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন সাবেক শিক্ষামন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৭ ২০১৯, ১৭:৩৭

গোলাপগঞ্জে এক গৃহহীন অসহায় ব্যক্তির ঘর নির্মাণ করে তার হাতে আনুষ্ঠানিকভাবে চাবি তুলে দিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার। যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ প্রকল্পের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় লক্ষণাবন্দ ইউনিয়নের বিদাইটিকর গ্রামের গৃহহীন জিতেন্দ্র বাবুর হতে সোমবার (২৬ আগস্ট) ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে তুলে দিলেন নুরুল ইসলাম নাহিদ এমপি। এসময় তিনি বলেন, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। দেশের জনগনের জীবন মান উন্নয়নের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান প্রমুখ।