গোলাপগঞ্জে পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রস্তাব

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৬ ২০১৯, ২২:০৩

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ মার্ভেলাস টাওয়ারের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সহ সাধারণ সম্পাদক (দৈনিক আজকালের গোলাপগঞ্জ প্রতিনিধি) ফখরুল ইসলাম শাকিল পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ কর্তৃক লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

সমিতির সহ সভাপতি (জিবি টেলিভিশনের সহকারী পরিচালক) আব্দুল মুমিত রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (দৈনিক আজকের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি) নোমান মাহফুজের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক (দৈনিক আজকালের গোলাপগঞ্জ প্রতিনিধি) ফখরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ (একুশে জার্নালের গোলাপগঞ্জ প্রতিনিধি) জাবেদ মাহবুব, সাংগঠনিক সম্পাদক (সাপ্তাহিক সোনার সিলেট গোলাপগঞ্জ প্রতিনিধি) শাহ আলম, প্রচার সম্পাদক (জাগো সিলেট ডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি) অলিউর রহমান তামিম, দপ্তর সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচারের গোলাপগঞ্জ প্রতিনিধি) আব্দুল আজিজ বাবর, নির্বাহী সদস্য (মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন) জাকারিয়া মোহাম্মদ, (জিবি বার্তা ডটকমের গোলাপগঞ্জ প্রতিনিধি) ডিএইচ মান্না, (জিবি টেলিভিশনের ক্যামেরাপার্সন) আফছর আহমদ।এসময় আরো উপস্থিত ছিলেন টাইমস ট্রিবিউনের সম্পাদক মো. রুবেল আহমদ, জিবি টেলিভিশনের সহকারী ক্যামেরাপার্সন তামিম আহমদ, হুসাইন আহমদ।

সভায় সকল সদস্যকে নিজ নিজ পত্রিকায় নিয়মিত সংবাদ প্রকাশে সক্রিয় হওয়ার জন্য আহবান জানানো হয়।