গোলাপগঞ্জে নতুন ১৩ জন শনাক্ত: মোট আক্রান্ত ৭৩ জন
একুশে জার্নাল ডটকম
জুন ১০ ২০২০, ২১:০৩
সিলেটের গোলাপগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইতি মধ্যে গোলাপগঞ্জ উপজেলা সিলেটের হটস্পটে পরিনত হয়েছে।
আজ নতুন আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। উপজেলায় এখন মোট আক্রান্ত ৭৩ জন। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মনিসর চৌধুরী।
তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিএর ল্যাবে নমুনাগুলো জমে থাকায় ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকা থেকে ইমেইলের মাধ্যমে আরও ১৩ জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। রোগীদের পরিচয় পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।
শনাক্ত ১৩ জনের বাড়ি লকডাউন ও তাদের সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।
এদিকে আজকের ১৩জন করোনাভাইরাস রোগী সহজ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৩জনে। এদের মধ্যে ২৮জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।