গোলাপগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ: আহত ১
একুশে জার্নাল
আগস্ট ১৯ ২০১৮, ০২:২৮
সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গত শনিবার রাত ৮ টায় গোলাপগঞ্জ পৌর শহরের চৌমূহনীতে গোলাপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর রুহিন আহমদ খাঁন গ্রুপের কর্মী হৃদয় আহমদ যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল গ্রুপের কর্মী সাবের আহমদের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয়।
এক পর্যায় রাবেল গ্রুপের কর্মী পৌর এলাকার স্বরসতী গ্রামের সাবের আহমদ উত্তেজিত হয়ে রুহিন গ্রুপের কর্মী হৃদয় আহমদকে ছুরিকাঘাত করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ( অপারেশন) দেলোয়ার হোসেন বলেন ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।