গোলাপগঞ্জে ‘তথ্য আপা’র উপজেলা অফিস উদ্বোধন
একুশে জার্নাল ডটকম
জুন ২৪ ২০১৯, ২১:৫৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ‘তথ্য আপা’র উপজেলা অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার অভ্যন্তরে এ কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্র্যাট সুমন্ত ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক হারিছ আলী, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, তথ্য সেবা কর্মকর্তা নাজরিন আক্তার, তথ্য সেবা সহকারী কর্মকর্তা জাকিয়া জোহরা, খাদিজাতুল কুবরা, প্রশাসনিক কর্মকর্তা রেজাউল আলম।