গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আয়োজিত পঞ্চদশ জুনিয়র বৃত্তি পরীক্ষা ও প্রথম প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
একুশে জার্নাল
অক্টোবর ২৫ ২০১৮, ০২:৪২
গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আয়োজিত পঞ্চদশ জুনিয়র
বৃত্তি পরীক্ষা ও প্রথম প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন
গোলাপগঞ্জে এহিয়া ট্রাস্ট আয়োজিত পঞ্চদশ জুনিয়র বৃত্তি পরীক্ষা ও প্রথম শহীদ আতিক প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি জুনিয়র বৃত্তি পরীক্ষা গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে (২৩ ও ২৪ অক্টোবর) মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির দেড়শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া একই প্রতিষ্ঠানে গতকাল বুধবার অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আতিক আহমদ চৌধুরী স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা। পরীক্ষায় পৌর এলাকার ১৫টি বিদ্যালয়ের ৫ম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দুদিন ব্যাপী অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরির্দশন করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের কৃষি ও স্থানীয় উন্নয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মিটু চৌধুরী, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সেক্রেটারী মোস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল,এহিয়া ট্রাস্টের চেয়ারম্যান , যুক্তরাজ্য প্রাবাসী শিক্ষাবিদ চৌধুরী বখতিয়ার এহিয়া রেহেল, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী সৈয়দ নাছির উদ্দিন, গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল মোহাম্মদ তাজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরী, কিন্ডার গার্টেন এসোসিয়েশন গোলাপগঞ্জ উপজেলা সেক্রেটারী মোফাজ্জল হোসেন সরকার, আল-হেরা একাডেমীর প্রিন্সিপাল আব্দুল আজিজ জামাল, মীরগঞ্জ আনসারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা আরিফ বিল্লাহ, দাড়িপাতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান প্রমুখ। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের প্রতি কৃতজ্ঞতা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন এহিয়া আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের সেক্রেটারী, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, এহিয়া ট্রাস্টের সেক্রেটারী শাহেদ আহমদ চৌধুরী।