গোলাপগঞ্জে আবারো লাশ উদ্ধার: উপজেলা জুড়ে আতংক

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৩ ২০১৮, ০৯:২৩

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে আবারো আরেকটি লাশ পাওয়া গেছে । শনিবার দুপুর ১১ টায় ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের একটি পুকুরের পাশে আমজদ আলী নামের এক বৃদ্ধের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে তাৎক্ষণিক এলাকাবাসী গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করে।

নিহত উদ্ধারকৃত ব্যক্তি মাইজভাগ গ্রামের সাহেদ আহমদ ও সুমন আহমদের পিতা বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যাচ্ছে। আমজদ আলী গত ৪দিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

এদিকে গোলাপগঞ্জে একের পর এক লাশ উদ্ধারে উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে অাছে। বিস্তারিত পরে জানানো হবে।