গোলাপগঞ্জে অাওয়ামিলীগ থেকে বিএনপিতে যোগদান
একুশে জার্নাল
ডিসেম্বর ০৭ ২০১৮, ১৩:০৮
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে ফখর মিয়া নামে অাওয়ামিলীগ নেতা বিএনপিতে যোগদান করেছেন। তিনি দীর্ঘ ৪৫ বছর সক্রিয় আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। উপজেলার সদর ইউনিয়ন বিএনপির ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভায় অাওয়ামিলীগ নেতা ফখর মিয়া অনানুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। উপজেলা বিএনপির সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস ও সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম আহমেদ সহ নেতৃবৃন্দগণ বিএনপিতে যোগদান করায় ফুল দিয়ে বরণ করে নেন।
বৃহস্পতিবার সন্ধা ৭ টার সময় রানাপিং বাজারের মিনা কমিনিটি সেন্টারে গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম আহমদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ ও যুবদল নেতা বেলাল আহমদের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ছালিক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য হাসান মাহমুদ বাবু, ইউনিয়ন বিএনপি এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী , সহ-সাধারন সম্পাদক আইনুল ইসলাম রেকল, পৌর যুবদলের সাংগঠনিক কাদির আহমদ, সহ-সভাপতি জামাল আহমদ, বিএনপি নেতা বাবুল আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা ছয়ফুল আহমদ, বিএনপি নেতা সওয়াব মিয়া, আবিদ আহমদ, ফয়জুর রহমান ফাতই, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা আলী আহমদ, সাজন, মুন্না, মারজান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের নেতাবৃন্দগণ ।