গোলাপগঞ্জের শিলঘাটে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় ২ চুর আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ৩০ ২০১৮, ০৩:১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার শিলঘাট আখন্দ বাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে  সোপর্দ করেছে। আটককৃত চুর হল গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউপির রায়গড় বটরপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে আখি (২২) একই ইউপির কানিশাইল মাঝপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মনসুর আহমদ (২৩) এসময় আরো দুই জন পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায় গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬ টার সময় গোলাপগঞ্জ উপজেলার আমূড়া ইউপির শিলঘাট আখন্দ বাড়ীর আব্দুল বাছিতের ছেলে তুহিন আহমদের ১০০ সিসির ইন্ডিয়ান মোটরসাইকেল সিলেট-হ ১১-১২৩৯ নাম্বারের মোটরসাইকেলটি বাড়ীর নীচ থেকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ জনতার হাতে আটক দুই চুরকে উদ্ধার করে।