গোলাপগঞ্জের বহরগ্রামে নিউ লাইফ রক্তদান গ্রুপের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন সম্পন্ন
একুশে জার্নাল
নভেম্বর ২২ ২০১৮, ০৬:৫৩
- গোলাপগঞ্জ প্রতিনিধিঃ “রক্ত দিলে হয়না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি”
এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আপনাদের সকলের ভালোবাসা এবং অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে “নিউ লাইফ রক্তদান গ্রুপ, বহরগ্রাম”এর আনুষ্ঠানিক পথচলা শুরু করে।
তারই প্রেক্ষিতে আজ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকা হইতে নিউ লাইফ রক্তদান গ্রুপ বহরগ্রাম এর আয়োজনে লিও ক্লাব অব সিলেট এর সহযোগিতায় জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সৌজন্যে এক ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। নিউ লাইফ রক্তদান গ্রুপ বহরগ্রাম এর পক্ষ থেকে আয়োজন করা আজকের এই ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠানটি উজ্জীবিত ও প্রাণবন্ত হয়ে উঠে সুবিধা প্রত্যাশি বহু নারী ও পুরুষের পদচারণায়। উক্ত ক্যাম্পেইন এ আগত সুবিধা প্রত্যাশিদের স্বতঃস্ফূর্ত ভাবে সেবা প্রদান করে নিউ লাইফ রক্তদান গ্রুপ বহরগ্রাম এর সদস্যরা।
উক্ত ব্লাড গ্রুপ ক্যাম্পেইন এ উপস্থিত ছিলেন, জনাব মোঃ আব্দুল মুকিত, জনাব মোঃ আব্দুল মুকিত চান্দই, জনাব মস্তাকুর রহমান, জনাব ফজলুর রহমান, জনাব জিয়া উদ্দিন, জনাব ফয়জুল হক(সাবেক মেম্বার), জনাব লুৎফর রহমান, জনাব এবাদুর রহমান এবাদ, জনাব রুহেল আহমদ রিপন সহ প্রমুখ।
আহমেদ রামিম,”নিউ লাইফ রক্তদান গ্রুপ বহরগ্রাম এর অন্যতম সদস্য এবং উদ্যোক্তা সবার কাছে এই মানবসেবা মূলক কর্মকান্ড কে আরো বেগবান করার আহ্বান জানান।এরই সাথে নিউ লাইফ রক্তদান গ্রুপ বহরগ্রাম এর সকল সদস্যরা স্বেচ্ছায় রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।