গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনে গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ২ জন আটক

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৩ ২০১৮, ০৪:৫০

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ লেচুবাগান থেকে অজ্ঞাত যুবতীর হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর) দুপুর ২টায় ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন উদ্ধার হওয়া লাশের এলাকা থেকে এক পুরুষ ও এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আটক করেছেন।

এ ব্যাাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলীর সাথে আলাপ করা হলে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয় জানানো হয়নি।

উল্লেখ্য (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির রায়গড় লেচুবাগান নাহিদ মিয়ার বাড়ীর টিলার পাশে হাত-পা বাঁধা গলাকাটা ওই যুবতী মহিলার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল পুলিশ ওই যুবতী মহিলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর সিলেটের মানিকপীরের টিলায় দাফন করে।