গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনে দুঃসাহসিক চুরি
একুশে জার্নাল
আগস্ট ১৭ ২০১৮, ০৮:৫৯
গোলাপগঞ্জের ঢাকাদক্ষিনে দুঃসাহসিক চুরি
জাবেদ মাহবুব, গোলাপগঞ্জ থেকে: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন বাজারে গত রাত একই সাথে দুটি দোকানে দুঃসাহসিক চুরি সংগটিত হয়েছে।
সূত্রমতে জানা যায় ঢাকাদক্ষিন পশ্চিম বাজার বাদামের চৌমূহনী সংলগ্ন সাদিক এন্টার প্রাইজ ও লাবিবা টেলিকমের টিনের চাল কেটে চুরেরা প্রবেশ করে নগদ টাকা সহ প্রায় দু লক্ষাধিক টাকার
মালামাল চুরেরা নিয়ে যায়।
লাবিবা টেলিকমের সত্বধিকারী নাছির উদ্দীন বলেন গত রাত ব্যবসা প্রতিষ্টান প্রতিদিনের মত বন্ধ করেবাড়ীতে যাই সকালে দোকানে এসে দেখি টিন কাটা ও গ্যালারীতে রাখা প্রায় ৭০/৮০ টি মোবাইল ও নগদ তিন হাজার টাকা চুরেরা নিয়ে যায়
সাদিক এন্টার প্রাইজের সাদিক বলেন একটি ল্যাপটপ ও নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি হয়।
চুরি হওয়া দুটি দোকানে গোলাপগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করে চুরি হওয়া আলামত নিয়ে যায়।
ব্যবসায়ী মনির উদ্দীন আহমদের সাথে কথা বললে তিনি বলেন এভাবে ঘনঘন চুরি হলে আমরা ব্যবসায়ী কিভাবে নিরাপত্তার সহিত ব্যবসা করব।
পশ্চিম বাজারের খাঁন এন্টারপ্রাইজের মালিক আব্দুল হাকিম বলেন বাজারে বার বার চুরি সংঘটিত চুরেরা থাকে ধরাছোয়ার বাহিরে আমরা বাজারের বনিক সমিতির নিকট জোর দাবী জানাই বাজারের প্রত্যেক ওয়ার্ডে নৈশ প্রহরী দিয়ে বাজারের নিরাপত্তা বৃদ্ধি করা হোক।
ঢাকাদক্ষিন বাজারে ঘনঘন চুরি সংঘটিত হওয়ায় সাধারন ব্যবসায়ীরা আতংকে দিন কাটাচ্ছেন।