গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতি
একুশে জার্নাল ডটকম
জুন ১৬ ২০২০, ১৪:৪৩
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন মিশ্র পাড়ায় দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়।
১৫ জুন দিবাগত রাত অনুমানিক আড়াইটার সময় ডাকাত দল মিশ্রপাড়ার পাচু গোপাল দেবের বাড়ীতে হানা দেয়।
ডাকাত দল ঘরে ডুকে মহিলা পুরুষ সকল সদস্যকে বেধেঁ ফেলে অস্ত্রের ভয়ে দেখিয়ে তাদের জিম্মি করে আলমারি সোকেসের চাবি নিয়ে স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে।
পাচু গোপাল দেবের ছেলে পাপ্পু দেব বলেন আমাদের ব্যবসা প্রতিষ্টান পাপ্পু মিষ্টি ঘরের কয়েকদিনের বিক্রিত মালামালের রাখা নগদ এক লক্ষ টাকা ঘরের মধ্যে ছিল, প্রায় ছয় সদস্যর ডাকাত দল সবাইকে জিম্মি করে ব্যবসা প্রতিষ্টানের নগদ এক লক্ষ টাকা এবং ৫/৬ ভরি স্বর্নালংকার ডাকাতরা লুট করে নিয়ে যায়।
এখবর পেয়ে আজ সকাল সাড়ে দশটায় গোলাপগঞ্জ মডেল থানার সার্কেল রাসেদুল হক ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবদুল্লা কাশেম, ঢাকাদক্ষিন ইউপি সসদ্য প্যানেল চেয়ারম্যান সেলিম আহমদ, হোসাইন আহমদ মেম্বার, রাজু মেম্বার পাচু গোপাল দেবের বাড়ী পরিদর্শন করেন।