গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে নোমান উদ্দিন মুরাদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
একুশে জার্নাল
জুন ০৯ ২০১৮, ২১:১৭
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ জুন) ঢাকাদক্ষিণ চৌমুহনীর ডার্চ বাংলা ব্যাংকের সামনে ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি অাতাউর রহমান উতু মিয়া সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রদলের সদস্য অাবুল কালাম খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অাল বারাকা ও রয়েল সিটির চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সদস্য ফয়ছল অাহমা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নোমান উদ্দিন মুরাদ, সিলেট জেলা কৃষক দলের সভাপতি এম এ মছব্বির, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান অাসফাক অাহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি সুয়েল অাহমদ, সাবেক গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাহাজান অাহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ অাহমদ, গোলাপগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম অহবায়ক নোমান অাহমদ, সিলেট জেলা জাসাসের ক্রিয়া বিষয়ক সম্পাদক লিটন অাহমদ, মাহবুব অাহমদ, তানজিম, জিয়া, অানুর, মহসিন, নাজিম, ইমন, সুবুর প্রমূখ।