গোলাপগঞ্জের জোনায়েদ গ্রীসের এথেন্সে বাস চাপায় নিহত

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ১৫ ২০১৮, ১৪:১৮

এক মুঠো স্বপ্ন ও পরিবারের চাহিদা মেটাতে স্বপ্নের দেশ ইউরোপের গ্রীসে পাড়ী জমিয়েছিলেন গোলাপগঞ্জের জোনায়েদ আহমদ।

এক রোড এক্সিডেন্টে জোনায়েদের সকল স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। গত মঙ্গল বার জরুরী কাজে বাসা থেকে বাহির হয়ে পূনরায় বাসয় ফিরার পথে গ্রীসের এথেন্সে বাস চাপায় নিহত হন সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের লাল নগর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র জোনায়েদ আহমদ (৩৪)

জোনায়েদের মৃর্ত্য সংবাদ বাড়ীতে পৌছলে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬ টার সময় জরুরী কাজে বাসা থেকে বাহির হন জোনায়েদ। জরুরী কাজ সেরে বাসায় ফেরার সময় পথিমধ্যে বাস চাপায় তিনি নিহত হন।

জোনায়েদের মৃর্ত্যুর খবর শুনে তার পরিবার আত্মীয় স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েন। দীর্ঘ আট বছর  থেকে জোনায়েদ গ্রীসে বসবাস করে আসছিলেন।