গোলাপগঞ্জের একটি বাড়িতে অগ্নিকান্ড, অক্ষত কোরআনুল কারীম

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২২ ২০১৯, ১৯:২০

 

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপাগঞ্জের অামুড়া ইউনিয়নের ধারাবহরের ছকিব অালীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।

২১ শে এপ্রিল (রোববার) রাত অানুমানিক ১ টা ৩০ মিনিটের দিকে ছকিব অালীর বাড়িতে অাগর বাতি থেকে এ ঘটনা ঘটে। বাড়িটি মাটির তৈরী ছিল। এছাড়াও ভেতরে প্রচুর নির্মাণসামগ্রী রাখা ছিল।

খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে প্রায় ঘন্টা খানিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ঘরের মধ্যে সকেস সহ অনেক জিনিসপত্র পুরে ছাই হয়ে যায়। কিন্তু অক্ষত অবস্থায় পাওয়া যায় পবিত্র কোরঅান শরীফ।

ছকিব অালীর বড় ছেলে নজরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান,
পবিত্র শবে বরাতের রাতে উপলক্ষে বাড়িতে অাগর বাতি জ্বালান হয়েছে। অার সেই অাগর বাতি থেকে অাগুণে সূত্রপাত হয়। এই অগ্নিকান্ড এলাকার মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি করে।