গোলাপগঞ্জের আমূড়া ইউপির উপনির্বাচনে আব্দুল খালিক বিজয়ী
একুশে জার্নাল ডটকম
জুলাই ২৫ ২০১৯, ১৯:৫৪
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক মেম্বার আব্দুল খালিক।
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (২৫ জুলাই) উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। গননা শেষে বিজয়ের হাসি হাসেন সাবেক দুইবারের মেম্বার আব্দুল খালিক। আব্দুল খালিক সিলিং ফ্যান প্রতিকে ৫২২ পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সুহেল আহমদ ফুটবল প্রতিকে পান ৩৪১ ভোট। মোরগ প্রতিকে ২৯৬ ভোট পেয়ে সর্বশেষ তৃতীয় হন সাবেক মেম্বার মরহুম আমান উদ্দিনের ছোট ভাই সাঈদুল ইসলাম।
উল্লেখ্য, আমুড়া ইউপির ৬ নং ওয়ার্ড সদস্য আমান উদ্দিন গত ১১ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারাগেলে তার ওয়ার্ড শূন্য ঘোষণা করা হয়। এ ওয়ার্ডের উপ-নির্বাচনে তফসিল ঘোষনা হলে ৩ জন প্রর্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।



