গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি’র ছাত্র মেসে চুরি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ১৭ ২০২০, ১৯:২৯

বশেমুরবিপ্রবি প্রতিনিধি, সানজিদা বিনতে শাফিন : গত ১৭ মার্চ করোনামহামারীতে বন্ধ হয় সকল শিক্ষাপ্রতিষ্ঠান, শুরু হয় লকডাউন। মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতিতে চলমান লকডাউনের মাঝেও গোপালগঞ্জে বিভিন্ন মেসে বেড়েই চলেছে চোরের উপদ্রব, হচ্ছে চুরি। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে চুরি হচ্ছে হাজার হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র।

সর্বশেষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এর বাসভবনের পিছনের একটি ৪ তালা বিল্ডিং থেকে তালা ভেংগে একটি সাইকেল, (২ টা ছিল ১ টি নিয়ে গেছে),একটি মনিটর+ মাদারবোর্ড, ট্রান্ক এর ভিতর মালামাল,একটি রাউটার চুরি হয়। ঘরের সব জিনিসপত্র তছনছ করা হয়।

এই বিষয়ে ওই মেসে বসবসাকারী বশেমুরবিপ্রবি এর শিক্ষার্থী রবিউল ইসলাম (রসায়ন বিভাগ, ৪র্থ বর্ষ) জানান, তারা ২ জন রুমে থাকতেন। আজকে তার রুমমেট এর নিকট থেকে চুরির সংবাদ পান। রুমের তালা ভেঙ্গে চুরি করে আবার ভাঙ্গা তালা ঝুলিয়ে পালিয়ে যায় চোর। বিল্ডিং এর অন্য রুমে চুরি হয়ে হয়েছে কিনা জানেন না। তার মতে স্থানীয় ছেলে-পেলেই এই কাজ করেছে।

তার রুমমেট মাশরুফ হোসেন (রসায়ন বিভাগ, ৪র্থ বর্ষ) জানান, আজ আমরা ৩ বন্ধু টুঙ্গিপাড়া এক্সপ্রেস এ আসি এসে দেখি কেসি গেটে তালা। মেস মালিকের কাছে তালা চেয়ে তালা খুলে দেখি পিসি মনিটর, আমার সাইকেল, পিসি মাদারবোর্ড, রাউটার চুরি হয়েছে। দুইটি ট্রাংক ভাংচুর ( সার্টিফিকেট রেখে গেছে)। তারপর সাথে সাথে মেস মালিক কে জানাই মেস মালিক সচক্ষে দেখে। বলে কেসি গেটে তালা দেওয়া ছিলো কিভাবে চুরি হয়েছে বিষযটি জানেন না। ঘটনাটি চর পাথালিয়া মাহফুজ আংকেল এর মেসে। নিজের সেফটির জন্য অন্য ফ্রেন্ড এর রুম এ অবস্থান করছি। আগামীকাল থানায় জিডি করার সম্ভাবনা আছে। সবমিলিয়ে ১১ হাজার টাকার মালামাল আমার চুরি হয়েছে৷

উল্লেখ্য এর আগেও এমন চুরির ঘটনার শিকার হয়েছে বশেমুরবিপ্রবি এর অনেক শিক্ষার্থী।