গোপালগঞ্জে পুলিশ সদস্যসহ দুইজনের করোনা শনাক্ত
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২২ ২০২০, ১৫:৫৬

গোপালগঞ্জে নতুন করে মুকসুদপুর থানার এক পুলিশ সদস্যসহ দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যসহ ৩২ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেল।
বুধবার দুপুরে গোপালগঞ্জর সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা থেকে ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৬৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। বাকীদের রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এর মধ্যে মুকসুদপুর থানার এক পুলিশ সদস্য ও গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল গ্রামের অপর এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়। মুকসুদপুর থানার ওই পুলিশ সদস্য আইসোলেশনে ওয়ার্ডে রয়েছে।
এছাড়া ওই যুবক সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে আসে। তার বাড়িতে লাল পতাকা টাঙ্গানোসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।
এর আগে জেলায় ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৬ পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় ৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৫ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ জন।