গোলাপগঞ্জে সড়ক প্রসস্থকরন ও আইল্যান্ড স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৯ ২০১৮, ১৪:২৫

জাবেদ মাহবুব গোলাপগঞ্জ থেকে:
সিলেটের গোলাপগঞ্জের জনতার দাবী সংগঠনের উদ্যেগে গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকার সময় হেতিমগঞ্জ বাজারে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়।
সিলেট জকিগঞ্জ- গোলাপগঞ্জ সড়কের
শ্রীরামপুর বাইপাস- সিরাজ উদ্দিন আহমদ একাডেমী হতে গোলাপগঞ্জ এম,সি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজ পর্যন্ত সড়ক প্রসস্থকরণ, সংস্কার ও আইল্যান্ড স্থাপনের দাবীতে সর্বস্থরের জনতার সমাগম ঘটে।
হেতিমগঞ্জ-গোলাপগঞ্জ
সিলেট জেলার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রোডে অবস্থান করায় প্রায়ই ভারী ও হালকা যানবাহন দূর্ঘটনার কবলে পড়ে প্রাণহানি ঘটে।
উপস্থিত বক্তারা দ্রুত শ্রীরামপুর বাইপাস থেকে গোলাপগঞ্জ বাজার পর্যন্ত সড়ক প্রসস্থ ও আইল্যান্ড স্থাপনের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানন।
এম, এ সামাদের সভাপতিত্বে ও কামিল আহমদ এবং মাহিন আহমদের উপস্থাপনায় বিশাল মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জনতার দাবী’র সদস্য সচিব সাকিল আহমদ সাকেল। প্রধান অথিতির বক্তব্য রাখেন গোলাপগগঞ্জ বিয়ানীবাজার সংবাদ পত্রিকার সম্পাদক মাওলানা রশীদ আহমদ, বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাবেরর সভাপতি আব্দুল আহাদ, ফুলবাড়ী ইউনিউন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল, সাবেক চেয়ারম্যান মামুন আহমদ রিপন, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি কামাল আহমদ খাঁন, দপ্তরসম্পাদক আনোয়ার হুসেন আনা, স্বপ্নচারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সানী, বাগরখলা বিবিসি বন্ধন ক্লাবের সভাপতি আনা মিয়া , পড়াতফসির পরিষদ এর সাধারণ সম্পাদক কাশেম উদ্দিন মুন্না, বাঘরখলা ডিজিটাল ক্লাবের উপদেষ্টা মাজেদ আহমদ। মানববন্ধনে বিভিন্ন সংঘটনের মধ্যে যোগদেন গোলাপগঞ্জ হকি ক্লাব, সন্ধানী যুব সংঘ কায়স্থগ্রাম, সুরমা সোশ্যাল ডেভলপমেন্ট অর্গনাইজেশন হাজীপুর সাতঘরী, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থা হেতিমগঞ্জ,প্রত্যাশা স্পোটিং ক্লাব লরিফর, সপ্নচারী সমাজ কল্যান সংস্থা কায়স্থগ্রাম, একতা তরুণ সংঘ ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন,সবুজ সাথী যুব সংঘ কটার পাড়া,বাগরখলা ডিজিটাল ক্লাব ৫ মাইল,সেইফটি সোস্যাল অর্গনাইজেশন,হাজীপুর শুকনা উন্নয়ন সংস্থা , উত্তরা ওয়েল ফেয়ার অর্গনাইজেশন, দড়া তাফসির পরিষদ, বাগরখলা বন্ধন ক্লাব,উইনার এডুকেশন ট্রাষ্ট, জি,জি,এ এডুকেশন গ্রুপ,বৃহত্তর হেতিমগঞ্জ কীড়া সংস্থা,সিলেট। ওয়েলফেয়ার এসোসিয়েশন, আরও উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ হকি ক্লাবের ছাত্র বিষয় সম্পাদক আশরাফুল আলম, উত্তরা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি সালা উদ্দিন মুহাম্মদ, প্রতিভা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মুশাহিদ আহমদ, প্রত্যাশা সমাজকল্যান সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ, বিশিষ্ট মুরব্বি আতাউর আতা প্রমুখ।