গোলাপগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে কোরবানী পশুর হাট
একুশে জার্নাল
আগস্ট ২১ ২০১৮, ০১:৫৪
গোলাপগঞ্জে শেষ সময়ে জমে উঠেছে কোরবানী পশুর হাট
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ থানাঘাট, এমসি কলেজ মাঠ, ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠ, পুরকায়স্থ বাজারের বুধবারী বাজার ও রবিবারি বাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এসব পশুর হাট উপজেলার মধ্যেই উল্লেখযোগ্য। এছাড়া ভিন্নস্থানে ছোট ছোট আরো পশুর হাট রয়েছে। আগামীকাল ঈদুল আযহা তাই হাটে গরু-ছাগলের সরবরাহ বেড়েছে। তবে হাট গুলোতে এবার ভারতীয় গরু না থাকায় দেশি প্রজাতির গরুর বাজার মূল্য বেশ ভালো। বিশেষ করে গত ২-৩ দিন পশুর হাটগুলোতে বেশী ভিড় লক্ষ করা গেছে। বিভিন্ন হাটে গিয়ে দেখা গেছে, ছোট-বড়, মাঝারী বিভিন্ন আকারের অসংখ্য গরু উঠেছে। সেই সাথে হাটে উল্লেখযোগ্য সংখ্যক ছাগল নিয়ে আসছেন বিক্রেতারা। কোরবানী দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যে’র মধ্যে তাদের পছন্দের গরুটি কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন কোরবানীর গরু কিনে। কেউ-কেউ আবার অপেক্ষা করছেন শেষ মুহূর্তের না। উপজেলার ঢাকাদক্ষিণ মাদরাসা মাঠে গরু কিনতে আসা জয়নাল হোসেন বলেন, হাটে পছন্দ সই গরুর অভাব নেই। তিনি তার সাধ্যর মধ্যে ৫০ হাজার টাকায় মাঝারী আকারের একটি ভাল গরু কিনেছেন। গত বছর এ ধরনের গরু ৪৪-৪৫ জাহার টাকায় বিক্রি হয়েছিল। তিনি জানান, এবার ভারতীয় গরুর চাপ কম থাকায় দেশী গরুর দাম একটু বেশী। কামিল আহমদ নামে একজন ক্রেতা জানান, হাটে ৫০-৭০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের অনেক বড়-গরু হাটে এসেছে। এলাকার অনেকে ভাগে এ ধরনের গরু কিনে কোরবানীতে শরিক হচ্ছেন। ক্রেতা সাকিল আহমদ বলেন, এবারের ঈদে দেশি গরু প্রচুর এসেছে। বিদেশি গরু নেই বললেই চলে। ছোট ও মাঝাড়ি আকারের গরুর দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি। আরেক ক্রেতা আশরাফুল আলম বলেন, অন্যান্যবারের চেয়ে এ বছর কোরবানির গরু কম এসেছে। আবার অন্যান্য বছর থেকে গরুর দাম একটু বেশি। রংপুর থেকে গরু নিয়ে আসা শরীফুল ইসলাম নামে এক বিক্রেতা বলেন, প্রতি বছরেই সিলেটের বিভিন্ন জায়গায় কোরবানির ঈদের হাটে আমরা দেশি গরু বিক্রি করে তাকি।এ বছর ও গরু বিক্রি করার জন্য ৫০টি গরু নিয়ে এসেছি। বিক্রি হয়েছে মাত্র ১৮ টি। আশা করছি ঈদের আগেই সবগুলো গরু বিক্রি করে ফেলব। শেষ মুহুর্তে পশুর হাটগুলো বেশ জমজমাট হয়ে উঠছে। আত্মত্যাগের উদ্দেশ্যে পশু কোরবানী দেয়ার লক্ষ্যে হাটে হাটে গিয়ে পশু ক্রয় করছেন ক্রেতারা।ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারী আকারের স্বাস্থ্যবান গরু। দাম একটু বেশি হলেও পছন্দ মত গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা।ব্যাবসায়ীরা বলছেন, গত বছর বন্যার কারণে গরুর মূল্য কম থাকলেও এবার গতবারের তুলনায় গরুর দাম বেশ ভালো। ব্যবসায়ীরা মনে করছেন এবার গরু কিনে বেশ লাভবান তারা। ইজারাদার, পৌরসভা, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।