গোলাপগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্টাবার্ষিকী পালন
একুশে জার্নাল
মার্চ ২৭ ২০১৮, ২২:৫২
একুশে জার্নাল প্রেস বিবৃতি: সিলেটের গোলাপগঞ্জে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় ছাত্র সমাজের ৩৫তম প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার সময় উপজেলার ঢাকাদক্ষিণ পূর্ব বাজারে উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গোলাপগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি রাহুল আহমদ রাহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আজিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইটালী জাতীয় পার্টির প্রতিষ্টাতা সভাপতি রাহেল আহমদ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউপি জাতীয় পার্টির সভাপতি শাহ আলম মাষ্টার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিদ্দিকী, উপজেলা যুব সংহতির যুগ্ম সাংগঠনিক সম্পাদক জয়নুল ইসলাম জয়, ঢাকাদক্ষিণ বাজারের ব্যাবসায়ী আকদ্দস আলী। স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাহিত্য সংস্কৃতি সম্পাদক জালাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম দপ্তর সম্পাদক সাবেল আহমদ, ছাত্র সমাজ নেতা একরাম হুসেন হৃদয় প্রমুখ। সভায় বক্তারা বলেন, জাতীয় ছাত্র সমাজ ছাত্র রাজনীতির মাইলফলক হয়ে কাজ করছে। ছাত্র সমাজ তথা জাতীয় পার্টি দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বক্তারা সরকারের কড়া সমালোচনা করে বলেন, এ সরকার মানুষের অধিকার হরণ করছে। তারা হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের আমলের উন্নয়নের কথা তুলে ধরে ছাত্র সমাজের মাধ্যমে জাতীয় পার্টির হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।