গুচ্ছ পদ্ধতিতে থাকছে জবি; একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১৮:০৬

জবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে এতথ্য নিশ্চিত করা হয়।

জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায় ,১৯ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫১ তম একাডেমিক কাউন্সিলের সভায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৬ ফেব্রুয়ারি ইউজিসির সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিদ্ধান্ত জানান। ৫ টি বিশ্ববিদ্যালয় বাদে বাকিরা গুচ্ছ ভর্তি পরীক্ষায় সম্মতি জানান।