গুগল ডুডলে স্বাধীনতা দিবস
একুশে জার্নাল
মার্চ ২৬ ২০১৮, ০৬:১৪
একুশে জার্নাল :: বিভিন্ন দিবসকে স্মরণ করে গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে। সোমবার (২৬ মার্চ) বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষেও একটি বিশেষ ডুডল বানিয়েছে গুগল।
সোমবার গুগলে প্রবেশ করতেই দেখা যাচ্ছে, অর্ধ বৃত্তের মাঝে ওড়ছে বাংলাদেশের লাল সবুজ পতাকা। পতাকার নিচে সবুজের ওপর সাদা রঙে লেখা গুগল।
ডুডলের ওপর ক্লিক করলে সেখানে লেখা আসে, ৪৭ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ তাদের স্বাধীনতা দিবস উদযাপন করছে। শুভ স্বাধীনতা দিবস, বাংলাদেশ।
এর আগে গত বছরের স্বাধীনতা দিবসেও ডুডল প্রকাশ করেছিল গুগল। ২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। এ ছাড়া বাংলা নববর্ষেও ডুডল বানিয়েছিল গুগুল।