গাড়িটানা কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসায় কুরআন কারীমের সবক প্রদান ও দুয়া অনুষ্ঠান
একুশে জার্নাল
ফেব্রুয়ারি ২৪ ২০২৫, ২২:০৯

কাজী শহিদুল্লাহ ওয়াহেদ:
পার্বত্যঞ্চলের প্রবেশদ্বার মানিকছড়ি গাড়িটানা দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত প্রতিষ্ঠান দারুল ইসলাহ্ কারিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র কুরআন কারীমের সবক প্রদান ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী, সোমবার, বেলা ১১ টায় মাদ্রাসা জামে মসজিদে মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও নাজেমে দারুল ইকামাহ মাওলানা হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম বরেণ্য আলেম মাওলানা ক্বারী আব্দুল ওয়াহেদ, মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা যোবায়ের, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা ইয়াকুব, মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা কাজী শহিদুল্লাহ ওয়াহেদ ও অবিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন কুরআন হলো মানবতার মুক্তির সোপান। যেখানেই কুরআনের আলো ছড়াবে সেখান থেকেই অকল্যাণের আঁধার দূরীভূত হবে। আজ আমাদের সমাজে নানা সমস্যা। এই সব সমস্যার সমাধান করতে কুরআনি শিক্ষার প্রচার বাড়াতে হবে। সবাইকে কুরআনের আলোকিত পথে আসতে হবে। তবেই সমাজ থেকে অশান্তি ও অন্ধকার দূর হবে।
আলোচকেরা আরো বলেন, আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে আলোকিত করতে হলে সন্তানদের কুরআনি শিক্ষা দিতে হবে। কুরআনি আদর্শে অনুপ্রাণিত করতে হবে। একজন মানুষের হৃদয়ে যখন কুরআনের চেতনা থাকবে তখন সে দুর্নীতি করবে না, অন্যায় করবে না, সমাজে অশান্তি সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল ওয়াহেদ প্রায় অর্ধশত শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।