গাজীপুর থেকে শরীয়তপুর এসে নারী পুলিশ করোনায় আক্রান্ত
একুশে জার্নাল
মে ১৮ ২০২০, ১৯:৪৮

ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে এক নারী পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছে। এই প্রথম জেলায় কোনও পুলিশ করোনায় আক্রান্ত হলেন। তিনি সম্প্রতি গাজীপুর থেকে শরীয়তপুর সদরের ডোমসারে নিজ বাড়িতে ফিরেছেন। তিনি গাজীপুরে পুলিশে চাকরি করেন।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহমেদ খান বলেন, ওই নারী পুলিশ সদস্য গাজীপুরে চাকরি করেন। সম্প্রতি করোনার উপসর্গ নিয়ে গাজীপুর থেকে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার নিজ বাড়ি ফিরেছেন। জ্বর, সর্দি নিয়ে গত ১২ই মে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। রোববার তার করোনা ফলাফল পজিটিভ আসে।