গাজীপুর এডুকেশন সোসাইটির পক্ষ থেকে পালিত হলো গণিত উৎসব
একুশে জার্নাল
মার্চ ২১ ২০১৯, ১৫:০১
গাজীপুর এডুকেশন সোসাইটির পক্ষ থেকে পালিত হলো গণিত উৎসব ৷ উৎসবটি অনুষ্ঠিত হয় জাতীর পিতা বঙ্গবন্ধু স্কুলে ৷ ৬ষ্ঠ শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত প্রায় ২৫০ শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
গাজীপুর এডুকেশন সোসাইটির পক্ষ থেকে সকল শিক্ষার্থীর মাঝে সনদ পত্র ও গনিত উৎসবের লিফলেট বিতরন করা হয় ৷ এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন কারীদের ক্রেচ, সনদ ও টিশার্ট প্রধান করা হয়।
গনিত উৎসবে বক্তব্য রাখেন “গাজীপুর এডুকেশন সোসাইটির” পরিচালক জনাব মোঃ খাইরুল আনাম ৷ তিনি বক্তব্যের শুরুতে মার্চ মাসের সকল শহিদদের কথা স্বরন করেন এবং স্বরন করেন মুসলমানদের বিখ্যাত সব গণিতবিদদের কথা ৷ এবং তাদের গণিতের উপর অমুল্য অবদান তুলে ধরেন।
আরও বক্তব্য রাখেন “গাজীপুর এডুকেশন সোসাইটির” ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ তাজুল ইসলাম ৷ স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।