গাজীপুরে জুতার কারখানায় আগুন
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১০ ২০২০, ১৮:২২
গাজীপুরের কালিয়াকৈর বাড়ইপাড়া এলাকায় জুতার কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে নিয়ন্ত্রণে আগুন কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আজ শনিবার (১০ই অক্টোবর) বিকাল সাড়ে চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ কবিরুল আলম জানান, কালিয়াকৈর বাড়ইপাড়া এলাকায় এফবি ফুটওয়ার কারখানার একটি টিনসেডে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা পুরো ফ্লুড়ে ছড়িয়ে পরে।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।