গাজীপুরে আগুন পোহাতে গিয়ে নারী দগ্ধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৬ ২০১৯, ০৯:৪০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুন পোহাতে গিয়ে জমেলা বেগম (৪৫) নামে এক নারী দগ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।

বুধবার সকালে উপজেলার বড়ইবাড়ি কোটামনি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ নারী কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি কোটামনি এলাকার বাচ্চু মণ্ডলের স্ত্রী জমেলা বেগম।

পরিবার সূত্রে জানা যায়, শীতের কারণে সকাল ৭টার দিকে জমেলা বেগম ও তার দুই বছরের নাতি রিহানসহ কয়েকজন বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন।

এ সময় অসাবধানতাবশত জমেলা বেগমের ম্যাক্সিতে আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। এ সময় তার কোলে থাকা দুই বছরের নাতি রিহান আহত হয় এবং আগুন নেভাতে গিয়ে আরও দুজন আহত হন। ওই দগ্ধ নারীকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ ছাড়া আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই দগ্ধ নারীর ভাতিজা নাসির মিয়া জানান, আগুনে তার শরীরের এক পাশের পুরো অংশ দগ্ধ হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আবদুল মালেক বলেন, দগ্ধ নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।