গাইবান্ধায় যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ১৪ ২০২০, ১৮:২৭
এস এ মিশন,প্রতিনিধি সুন্দরগঞ্জ,গাইবান্ধা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দেশের বিভিন্ন যায়গায় প্রতিটি অঙ্গসংগঠঅগুলোর কমিটি গঠনের লক্ষ্যে প্রতিনিধি সমাবেশের আয়োজন করে নানা অঙ্গসংগঠনগুলো। সে কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদগাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলর সকল ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে গতকাল আয়োজন করে প্রতিনিধি সমাবেশ। উক্ত সমাবেশে দলকে সামনের দিকে অগ্রসর করতে সর্বস্তরের নেতা কর্মীদের আহবান জানান।
উক্ত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল আমিন আকিল(সহ সভাপতি যুবদল কেন্দ্রীয় কমিটি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মুহাঃ ওবায়দুল্লাহ নূর,(সহ সভাপতি রংপুর বিভাগ,কেন্দ্রীয় কমিটি),জি এস বাবুল(সহ সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় কমিটি) সহ আরো অনেকে।
প্রতিনিধি সভায় রুহুল আমিন আকিল তারেক রহমানের নেতৃত্বে দেশের সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলকে আহবান জানায়।তিনি আরও আহবান জানান দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সকল নেতার্মীরা যাতে বিরত থাকে।