গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
একুশে জার্নাল
এপ্রিল ২২ ২০১৮, ০৭:৩০
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ১৯ জন।
আজ রোববার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের বকচর আলু স্টোর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ইনচার্জ আবদুল হামিদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী জাভা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বকচর আলু স্টোরের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে বালুবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।