গাঁজা,ইয়বাসহ বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী আটক
একুশে জার্নাল
জুন ১১ ২০১৮, ০৭:২৭
মাহমুদুল্লাহ মুহিব: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে গতকাল বিকালে সাড়ে চার কেজি গাঁজা ও ৫০পিস ইয়াবাসহ বিশ্ব বিদ্যালয়েরর ২৮ শিক্ষার্থীকে আটক করেছে র্যাব।
এদের মধ্যে ২০ জন বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-আইইউবির শিক্ষার্থী, ছয়জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এবং দুইজন ওই এলাকার বাইরের অপর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা যায়।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সারোয়ার বিন-কাশেম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসাবে রোববার বিকালে আইইউবি’র মূল ক্যাম্পাসের সামনে একটি পুরনো নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে অনেককেই আটক করার পর ৩২ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও আরো বেশ কয়েক জনকে তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হয়।
আটককৃতদেরকে সর্বোচ্চ ছয় মাসের কারা দণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করার কথাও জানান তিনি।