গলমুকাপন দারুসসুন্নাহ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উদ্যোগে প্রায় ২৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান
একুশে জার্নাল
এপ্রিল ২১ ২০২০, ১৭:০১
ওসমানীনগরের গলমুকাপন মাদ্রাসার সহযোগী সংগঠন গলমুকাপন দারুসসুন্নাহ ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে গত ২১ এপ্রিল মঙ্গলবার এলাকার ও ইউনিয়ণের ৯ টি ওয়ার্ডের প্রায় ২৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চানা, সোয়াবিন তৈল, খেজুর ও পিয়াজ সহ খাদ্য সামগ্রী।
স্থানীয় “ইয়ুথ উলামা ফোরাম ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ণ” এর সার্বিক ব্যবস্থাপনায় ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন। হাফিজ মাওলানা সালমান সাদী,হাফিজ মাওলানা শাহ মাহবুব আলম, মাওলানা শামীম আলম, মাওলানা লুৎফুর রহমান জুনাইদ,সাইফুদ্দীন মাজমুন,মাওলানা আব্দুল বাতিন বিজু, মাওলানা মিনহাজুদ্দীন মিলাদ,মাওলানা জালালুদ্দীন বিথঙ্গলী, মাওলানা বদরুল আলম , মাওলানা রশিদ আলী,মুজ্জামিল আদমদ, মুজাক্কির আহমদ নাজু, মাও, জালাল,হাফিজ মিসবাহ,তুরন মিয়া আফসর মিয়া, শিশ মিয়া, মাও জাবির, হাফিজ আহবাব,মাও শামসুল,মামুন,রুজেল মিয়া প্রমূখ।
উলামারা বলেন ধর্মীয় দায়িত্ববোধ থেকেই এই ত্রাণ সামগ্রী বিতরণ।এই এলাকার জন্য গলমুকাপন মাদ্রাসা একটি বড় অবিভাবক, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মহামারীতে এলাকার লোকদের সার্বিক কল্যানে যথাসাধ্য কাজ করে যাবে প্রতিষ্ঠানটির এই সহযোগি ট্রাস্ট।