গরীব ও দিনমজুরদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০২০, ০৪:৩১

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক আজ একবিবৃতি বলেন, করোনা ভাইরাস এর কারণে সারাদেশের মানুষ গৃহবন্দী। গরীব শ্রেণী ও দিনমজুরীরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। নেতৃদ্বয় সরকারের পাশাপাশি ধনী ও দলীয় নেতা কর্মীদেরকে গরীব ও দিনমজুরীদের খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার আহবান জানান। নেতৃদ্বয় আরো বলেন, করোনা ভাইরাসে আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহর দরবারে কান্নাকাটি করে তাওবা ইসতেগফার করুন। অযথা সময় নষ্ট না করে বেশি বেশি আমলে মশগুল থাকুন। দেশীয় নিয়ম কানুন মেনে চলুন। একে আপরের সহযোগিতায় এগিয়ে আসুন। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। নেতৃদ্বয় আরো বলেন, এখনো অনেক দায়িত্বশীল ব্যক্তিরা তাদের বক্তব্যে করোনাভাইরাসের মোকাবেলায় জয়ী হওয়ার কথা বলেন। এটা ঠিক নয়। বৈশ্বিক বিষয়ে কোনো মোকাবেলা বা যুদ্ধ চলে না। বরং সমাজ ও রাষ্ট্রের সকলে মহান আল্লাহর দরবারে কৃতকর্মের জন্য ক্ষমা ছেয়ে তাওবা করলে, আল্লাহ এ মহামারি থেকে হেফাজত করবেন।


করোনায় মৃত্যুবরণকারীর দাফনে বাঁধা অমানবিক ও শরীয়ত বিরোধী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক আজ এক বিবৃতি আকিজ গ্রুপের করোনা হাসপাতাল নির্মানে বাঁধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য বাংলাদেশে কোনো বিশেষায়িত ও সাধারণ হাসপাতাল নেই। এঅবস্থায় ঢাকায় ৩০১ শয্যা বিশিস্ট একটি হাসপাতাল তৈরি করছিল দেশের শীর্ষস্থানীয় শীল্পগোষ্ঠী আকিজ গ্রুপ। আকিজের এ উদ্যোগ শুধু সামাজিক দাযিত্ব পালন নয়, বরং দেশবাসির প্রতি ধনীদের যে দায়িত্ব রয়েছে, এ উদ্যোগ তারই প্রতিফলন। নেতৃদ্বয় বলেন, দেশের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর উচিৎ করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচতে সময়পযোগী আরো উদ্যোগ গ্রহণ করা। অথচ স্থানীয় এক কাউন্সিলর এর বাধার মুখে হাসপাতালের কাজ স্থগিত হয়েগেছে। নেতৃদ্বয় বলেন একজন কাউন্সিলর কীভাবে জাতীয় দুর্যোগে একটি মহৎ উদ্যোগকে বন্ধ করে দিতে পারে? সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কী করেছে। দেশের মানুষ জানতে চায়। নেতৃদ্বয় সব বাধা জরুরীভাবে নিরসন করে হাসপাতাল নির্মানে সার্বিক সহযোগিতা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। নেতৃদ্বয় আরো বলেন, করোনা রোগে মৃত্যুবরণকারীকে নিজ এলাকার কবরস্থানে মাটি দিতে বাঁধা দেওয়া, অমানবিক ও শরীয়ত বিরোধী। সুতরাং মুসলমান যে রোগেই মৃত্যুবরণ করোক না কেন? তাকে শরীয়ার নিয়ম মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করে তার দাফন সম্পন্ন করা আত্মীয় স্বজন, গ্রাম ও মহল্লার সকলের কর্তব্য।


শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই ‘র ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের শোক প্রকাশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর দারুল হাদীস মাদ্রাসার দীর্ঘদিনের শায়খুল হাদীস,প্রবীণ শীর্ষ আলেম শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই সাহেব এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ।এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেছেন,শায়খুল হাদীস আল্লামা আব্দুল হাই একজন
প্রাজ্ঞ হাদীস বিশারদ ছিলেন। দীর্ঘদিন ইলমে হাদীসের শ্রেষ্ঠ কিতাব বুখারী শরীফের দরস প্রদান করেছেন।আমৃৃত্যু ইলমে নববীর মহান খিদমত সহ ইসলামের বহু মূখি খিদমত আন্জাম দিয়ে গেছেন যা দেশ ও জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফেরাত কামনা, শোকসন্তপ্ত পরিবারের সদস্য,অসংখ্য ছাত্র ও ভক্ত বৃন্দের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।