গনধর্ষক যে দলের, তাদের মাথা নিচুকরে থাকা উচিত: মুফতি ফয়জুল করিম

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০৩ ২০১৯, ১৩:৫৪

মাহবুব হুসাইন: নোয়াখালী সুবর্ণচরের আলোচিত গণধর্ষণের বিষয়ে নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ‘গণধর্ষণের ঘটনা যে দলের তারা বর্বর, তারা অমানুষ, ঐ দলের লোকদের উচিত মাথা নিচু করে থাকা’।

চরমোনাই মাদরাসা মসজিদে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নির্বাচন পরবর্তি এক আলোচনায় এ কথা বলে তিনি। এ ঘটনায় দোষীদের কঠোর বিচারও দাবি করেন।

তিনি বলেন, সুবর্ণচরে (ধানের শীষে) ভোট না দেওয়ার কারণে যেই মহিলাকে গণধর্ষণ করা হয়েছে আমরা এর নিন্দা জ্ঞাপণ করছি, অতিদ্রুত এর সুষ্ঠু বিচার দাবি করেন মুফতী ফয়জুল করীম।

তিনি ধর্ষকদের লক্ষ্য করে বলেন, এদের (আওয়ামী লীগ কর্মীদের) চরিত্র দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। আমরা পাকিস্তানীদেরকে অনেক গালী গালাজ করেছি, ‘ওরা ধর্ষক, ওরা খুনি, ওরা ডাকাত, ওরা আমাদের অধিকার ক্ষুন্ন করেছে’ এই বক্তব্য আমরা বহুবার দিয়েছি, আজও দিচ্ছি। আজ বাংলাদেশেও একই দৃশ্যের চিত্রায়ণ!

আমি আওয়ামী লীগকে বলবো, যদি তা-ই হয় তাহলে আপনাদের দলের লোকজন যে কাজগুলো করছে এ বিষয়ে আপনাদের বক্তব্য আসা উচিত। ‘আওয়ামী লীগের লোক ওমুক জায়গায় খুন করেছে, ওমুক জায়গায় ধর্ষণ করছে, ওমুক জায়গায় ডাকাতি করছে’ এই কথাগুলোও আপনাদের বলা উচিত।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, আমরা গণমাধ্যমে দেখেছি; নৌকা মার্কায় ভোট না দেওয়ার কারণে স্বামী-সন্তানের সামনে তাদের বেঁধে রেখে গণধর্ষণ করেছে। এমন জঘন্যতা ও পৈচাশিকতা ইতিহাসে বিরল।

তিনি আরও বলেন, মানুষ এতো বর্বর কীভাবে হয়? কোন বর্বর যুগে আমরা এসেছি? মানুষ এতো হিংস্র কীভাবে হতে পারে? এই দলে যারা থাকে তাদের তো মাথা নিচু করে থাকা উচিত ছিল!