গণমাধ্যম উন্নয়নের বড় হাতিয়ার : পররাষ্ট্রমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৬ ২০১৯, ১৯:৩১

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সংবাদ মাধ্যম দেশের উন্নয়নের বড় হাতিয়ার। সরকার পরিচালনায় এ মাধ্যমটির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সরকারের সাফল্য ও ব্যর্থতাগুলো তুলে ধরে গণমাধ্যম দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ সম্পর্কে তিনি বলেন, জনপ্রিয় এ পোর্টালটি আমি প্রায়ই দেখি।

শুক্রবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী একথাগুলো বলেন।

ড. মোমেন বলেন, দেশের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। সরকারের সাফল্য তুলে ধরে তারা যেমন দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখে তেমনি ব্যর্থতাগুলো তুলে ধরে সরকারকে সঠিক পথ প্রদর্শন করে এবং উন্নয়ন কাজের জন্য বরাদ্দ আদায়ে ভূমিকা রাখে।

তবে হলুদ সাংবাদিকতা নিয়েও সতর্ক করে দেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, দিনকে রাত বানানো সাংবাদিকতা নয়। আশা করি এ ব্যাপারে সবাই সতর্ক থাকবেন।

তিনি ভারত ও চীন সফরের ব্যাপারে তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী পররাষ্ট্রনীতির কারণে এ দুটি দেশের সাথে আমাদের সম্পর্ক আরো বেশি উন্নত হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ভারতের আশ্বাস আমরা পেয়েছি। মিয়ানমারের সাথেও আমাদের আলাপ হয়েছে। খুব দ্রুত রোহিঙ্গা প্রত্যাাবসন শুরু হতে পারে- এ ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী।

সিলেটভিউর সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বেসরকারি সংস্থা সীমান্তিকের কর্মকর্তা ও যুবলীগ নেতা ড. আহমদ আল কবির প্রমুখ।