গণমাধ্যমকর্মীদের সাথে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০১ ২০১৯, ২০:০১

এহসান বিন মুজাহির :: মৌলভীবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবাগত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন মৌলভীবাজার জেলাকে মডেল জেলায় রুপান্তর করার আশ্বাস দিয়েছেন। বক্তৃতায় তিনি আরও বলেন মৌলভীবাজারের উন্নয়নের লক্ষ্যে সবাইকে সাথে নিয়ে সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি সংকটগুলো নিরসন ও সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য তিনি কাজ করবেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মামুনুর রশীদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সাবেক সাধরণ সম্পাদক এসএম উমেদ আলী।

এছাড়াও প্রেসক্লাবের সদস্যবৃন্দ, প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।