গণফোরামে ভাঙন, নতুন কাউন্সিলের তারিখ ঘোষণা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ২৬ ২০২০, ১৯:১৩
ভেঙে গেলো ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন রাজনৈতিক দল গণফোরাম। প্রতিষ্ঠার ২৭ বছর পর দলটি দুই ভাগে বিভক্ত হলো। আগামী ২৬ ডিসেম্বর কাউন্সিলের তারিখ ঘোষণা দিয়েছেন গণফোরামের একাংশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তারিখ ঘোষণা দিয়ে তারা আরো জানান, দলের মধ্যে যারা কুচক্রী আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ঐক্যফ্রন্টের সঙ্গে গণফোরাম থাকবে কিনা তা কাউন্সিলে সিদ্ধান্ত হবে বলেও জানান গণফোরাম নেতারা।
গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, বর্ধিত সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গণমুখী করার লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে আহ্বায়ক করে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বলেন, আমাদের মধ্যে জাতীয় ঐক্য যদি না থাকে তাহলে আমাদের বিপর্যয় অনিবার্য। তাই আমরা আহবান সবাই মিলে একসাথে দেশকে গড়ি। এখনও সেই ঐক্য ভাঙা হয়নি, আমরা সম্মেলনের সিদ্ধান্ত নেব। ২৬ ডিসেম্বরের কাউন্সিলে উপস্থিত ডেলিগেটদের মতামত নিয়ে নতুন দলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।