গণফোরামের কাউন্সিলে হামলা, আহত ২০

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১২ ২০২২, ১৫:০১

জাতীয় প্রেসক্লাবে গণফোরামের একাংশের (মুকাব্বির খান) জাতীয় কাউন্সিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের হল রুমে কাউন্সিলে আসা নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

পরে সাংবাদিকদের মুকাব্বির খান বলেন, গণফোরামের অপর অংশের সভাপতি মোস্তফা মহসীন মন্টুর ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিলের আয়োজন করেছি। এটা পূর্ব নির্ধারিত কর্মসূচি। কিন্তু কিছু দুস্কৃতিকারী কাউন্সিলে হামলা করে আমাকেসহ সংগঠকদের মধ্যে ২০ জনকে আহত করা হয়েছে। গণফোরাম থেকে বহিষ্কৃতরা এই হামলা চালিয়েছে।

হামলাকারীরা মোকাব্বির খানকেও ধাওয়া দেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ১৫ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস

এদিকে মোস্তফা মহসীন মন্টু গ্রুপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আজ আমরা একটি মানববন্ধন ডেকেছিলাম। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আমাদের মানববন্ধন ছিল। সেখানে মোকাব্বিরের লোকেরা হামলা করে কয়েকজনকে আহত করেছে।

এরপর মহসিন রশীদের নেতৃত্বে আমাদের লোকেরা তাদের কাউন্সিল স্থলে গিয়ে জানতে চায় যে তারা আমাদের মানববন্ধনে কেন হামলা করেছে। তখন কিছু একটা হয়ে থাকতে পারে। তবে আমি সেখানে ছিলাম না। বিস্তারিত বলতে পারবো না।